স্কলারশীপ নিয়ে ইউ.এস.এ [ USA ] তে পড়তে চান ?
বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশ আমেরিকা । পড়াশুনার গুণগত উচ্চমান ,কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা , স্থায়ী হওয়ার সুযোগ ইত্যাদি অনেক সঙ্গত কারণে অধিকাংশ শিক্ষার্থীর পছন্দের তালিকায় প্রথমেই থাকে আমেরিকা ।
তাছাড়া পৃথিবীর প্রায় সকল দেশের শিক্ষার্থীদের সাথে পড়ালেখা , ভাষা সংস্কৃতির আদান প্রদানের মাধ্যমে একজন শিক্ষার্থীর মধ্যে যোগাযোগ , আত্ম-বিশ্বাস ও নেতৃত্বের গুণাবলী শানিত হয়ে উঠে ।
তাই যারা আমেরিকায় উচ্চ শিক্ষার জন্য মনস্থির করেছেন তারা জেনে নিন দরকারি তথ্য ও ধাপগুলো ।
আবেদনের যোগ্যতাঃ
১।
ন্যূনতম এইচ এস সি [ HSC ] পাশ ।
২।
আই এল টি এস [ IELTS ] স্কোর ন্যূনতম ৫ । যাদের [ IELTS ] স্কোর নেই তাদের প্রথমে English Language Program ESL এ ভর্তি হতে হবে ।
৩।
ব্যাংক স্পন্সর ন্যূনতম 35 লক্ষ টাকা ৩ মাসের স্টেটমেণ্ট বাবা মা অথবা কোন আত্মীয়ের ACCOUNT এ দেখাতে হবে ।
৪।
পাসপোর্ট এর মেয়াদ ১ বছর থাকতে হবে ।
স্কলারশীপঃ
জিপিএ [ GPA ] ৪.০০ – ৫.০০ = বছরে $ ১১০০০
স্কলারশীপ ছাড়া টিউশন ফি = $ ৫৪৪১ / [ সেমিস্টার ]
জিপিএ [ GPA ] ৩.০০ – ৪.০০ = বছরে $ ৯০০০
স্কলারশীপ ছাড়া টিউশন ফি = $ ৬৪৪১ / [ সেমিস্টার ]
এবার জেনে নিন , ভর্তি ও ভিসার ধাপ গুলোঃ
১ম ধাপঃ
নিম্ন লিখিত DOCUMENTS গুলো জমা দিতে হবে।
১।
পাসপোর্ট
২।
আই এল টি এস [ IELTS ] সার্টিফিকেট যদি থাকে ।
৩।
একাডেমীক সার্টিফিকেট ও মার্কশিট
৪।
ব্যাংক স্টেটমেণ্ট ২৪ লক্ষ টাকা ব্যালেন্স সহ । এই পর্যায় APPLICATION FEE , COURIER এবং CREDIT CARD CHARGE বাবদ $ ১৭৫ এবং FILE OPENING বাবদ ৫০০০ টাকা প্রদান করতে হবে ।
২য় ধাপঃ
এ পর্যায়ে STUDENT কে I – 20 এর জন্য অপেক্ষা করতে হবে । APPLICATION FEE প্রদান করার ১৫ – ৩০ দিনের মধ্যে UNIVERSITY গুলো I – 20 ISSUE করে ।
I – 20 আসার পরে STUDENT কে I – 20 বাবদ $ ১২৫ এবং SEVIS FEE বাবদ $ 200 FEE প্রদান করতে হয় ।
৩য় ধাপঃ
এ পর্যায়ে STUDENT কে EMBASSY APPOINTMENT নিতে হবে । এবং EMBASSY FEE বাবদ $ ১৬০ দিতে হয় ।
ব্যাংক স্পন্সর সহ সকল বিষয়ে DCS EDUCARE সহায়তা দেয় । EMBASSY তে যাওয়ার পূর্বে DCS USA EMBASSY INTERVIEW এর উপর ২-৩ টি CLASS নিয়ে প্রস্তুতিতে সহায়তা করবে ।
চতুর্থ ধাপঃ
নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় PAPERS সহ EMBASSY FACE করতে হবে । DCS STUDENT এর সকল PAPERS প্রস্তুতিতে সহায়তা করে । VISA REFUSE হলে কোন টাকা নেওয়া হয় না ।
৫ম ধাপঃ
শিক্ষার্থী ভিসা পাওয়ার পর তাকে বিমান টিকেট ক্রয় করতে হবে । বিমান টিকেটে সাধারণত ৬০-৭০ হাজার টাকা খরচ হয় । এবং টিউশন ফি সে আমেরিকাতে পৌঁছেও দিতে পারবে ।
ESL PROGRAMME কি এবং কেন ?
যদি কোন শিক্ষার্থীর আই এল টি এস [ IELTS ] স্কোর না থাকে তবে শিক্ষার্থীকে ভিসা পাবার পর English placement test দিতে হয় । এ TEST এর পরে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেয় কত দিনের ESL PROGRAMME শিক্ষার্থীকে নিতে হবে । নিচে TEXAS WESLEYAN UNIVERSITY তে ESL PROGRAMME এর খরচ গুলো দেওয়া হল ।
4 Weeks course = US $ 1420
8 Weeks course = US $ 2840
12 Weeks course = US $ 4260
16 Weeks course = US $ 5680
(সংগৃহীত)