সামাজিক নিরাপত্তা, শান্তি পূর্ণ এবং আধুনিক জীবন ব্যবস্থার দেশ নিউজিল্যান্ড। সাগর ঘেরা এই দেশ বাংলাদেশী ছাত্র ছাত্রীদের আন্তর্জাতিক মানের পড়াশুনার জন্য একটি সম্ভবনাময়ী দেশ। পৃথিবীর যেসব দেশ নাগরিকত্ব প্রদান করে তাদের মধ্যে নিউজিল্যান্ডই একমাত্র দেশ যারা সরাসরি এবং তুলনামূলকভাবে খুব সহজেই নাগরিকত্ব প্রদান করে থাকে।
মোট আয়তন এর তুলানায় জনসংখা কম হওয়ার বাংলাদেশের এবং বিভিন্ন দেশ থেকে যাওয়া যোগ্য ছাত্র ছাত্রীদের নিউজিল্যান্ড সরকার নাগরিকত্ব প্রদান করে থাকে। বাংলাদেশের শিক্ষার্থীর জন্যে খুব অল্প খরচে উন্নত মানের পড়াশুনার সুযোগ রয়েছে নিউজিল্যান্ডে। তাছাড়া পড়াশুনার পাশাপাশি খন্ডকালীন কাজ করার সুযোগ আছে এই দেশে। নিউজিল্যান্ড উচ্চতর শিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীকে অবশ্যই IELTS স্কোর থাকতে লাগবে। কোর্স এবং লেভেল উপর নির্ভর করে IELTS স্কোর বিবেচনা করা হয়।
শিক্ষাগত যোগ্যতা নুন্যতম উচ্চ মাধ্যমিক অথবা সমমান এর হলে একজন শিক্ষার্থী নিউজিল্যান্ডে উচ্চ শিক্ষার জন্যে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক অথবা সমমান শিক্ষার্থী এর জন্য IELTS স্কোর সর্বোনিম্ন ৫.৫ . স্নাতক এবং স্নাতকোত্তর উচ্চ শিক্ষা নিতে IELTS স্কোর ৬-৬.৫ লাগে।
নিউজিল্যান্ডে কোন শিক্ষার্থীর পড়াশুনায় বিরতি থাকলে তাকে অবশ্যই যথাযথ কারণ এবং প্রমানপত্র দেখাতে হয়। একজন শিক্ষার্থী নিউজিল্যান্ড পড়াশুনার জন্য যেতে সর্ব মোট ১২ লক্ষ টাকা খরচ হয়। তবে শিক্ষার্থী কে তার অথবা তার পরিবার (বাবা ,মা ,ভাই বোন ) এর ব্যাংক একাউন্টের হিসাবে ২৫-৩০ লক্ষ টাকা দেখাতে হয়। তবে মনে রাখতে হবে যে শুধু টাকা দেখালেই হবেনা টাকার উত্স, সরকারি কর ও অন্যানো কাগজপত্র দেখাতে হবে।
নিউজিল্যান্ডে এক বছর বা দেড় বছর পড়াশুনা করার পর একজন শিক্ষার্থী এক বছরের জন্য চাকুরী খোঁজার অনুমতি পায়। যে বিষয়ে পড়াশুনা করেছে সেই বিষয়ের উপর যেকোনো একটি চাকুরী পেলেই দুই বছরের পূর্ণ সময় কাজ করার অনুমতি প্রদান করে নিউজিল্যান্ড সরকার। মোট চার থেকে সাড়ে চার বছরের মধ্যে দুই বছরের অভিজ্ঞতা হলেই নাগরিকত্তের জন্য আবেদন করতে পারবে।
যেকোন শিক্ষার্থী নিজেই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারে। তবে ভিসা আবেদন পদ্ধতি জটিল হবার কারণে ভুল ভ্রান্থীর সম্ভবনা থাকে। যেহেতু বাংলাদেশে নিউজিল্যান্ড এর দুতাবাস নেই সেক্ষেত্রে শিক্ষার্থীকে ইন্ডিয়াতে অবস্থিত নিউজিল্যান্ড দুতাবাসে আবেদনপত্র সহ প্রয়োজনীয় কাগজ পত্র টি টি সার্ভিস এর মাধ্যমে পাঠাতে হয়। কাগজপত্রের সত্যতা যাচাই করতে অথবা নিউজিল্যান্ড সরকার অনুমোদিত স্টুডেন্ট ভিসা ইমিগ্রেশন অ্যাডভাইযারের সাহায্য নিতে হয়। এর ফলে স্টুডেন্ট ভিসা পেতে সুবিধা হয় এবং নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা ও এর কার্যপ্রণালী সম্পর্কে সঠিক ভাবে জানা যায়।
নিউজিল্যান্ডে উচ্চ শিক্ষা ব্যবস্থা: স্টেট অফ দ্যা আর্ট সুবিধার সাথে গুণগতমানের শিক্ষা প্রদান, চমৎকার পড়াশুনার পরিবেশে এবং সাপোর্ট সার্ভিসের সাথে গুনগতমানের শিক্ষা প্রদানের খ্যাতি আছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ সিস্টেমের উপর ভিত্তি করে তৈরী যার ফলে সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য।
নিউজিল্যান্ডের এডুকেশন সিস্টেম
বিশ্ববিদ্যালয়
নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র শিক্ষারই না গবেষণা ও উন্নয়নেরও কেন্দ্র। আটটি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আছে যারা বিভিন্ন বিষয়ে গুণগত মানের শিক্ষা শিক্ষা প্রদান করে। এগুলো হল:
১. অকল্যান্ড ইউনিভার্সিটি
২. অকল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি
৩. ঐকাটো বিশ্ববিদ্যালয়
৪. ম্যাসে বিশ্ববিদ্যালয়
৫. ওয়েলিংটন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি
৬. ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়
৭. লিঙ্কন বিশ্ববিদ্যালয়
৮. অটাগো বিশ্ববিদ্যালয়
নিউজিল্যান্ড কোয়ালিফিকেশন অথরিটি (NZQA), নিউজিল্যান্ডের একটি সরকারী প্রতিষ্ঠান যা সব আন্তর্জাতিক শিক্ষা প্রোগ্রামের অনুমোদন দেয় এবং মান নিয়ন্ত্রণের জন্য দায়বদ্ধ। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মান পরীক্ষা ছাড়াও, নিউজিল্যান্ড ভাইস চ্যান্সলর’স কমিটি (NZVCC)) দ্বারা গুণগতমান নিশ্চিত করার একটি কেন্দ্রিয় অডিট সিস্টেম প্রতিষ্ঠান ও প্রোগ্রাম উভয় পর্যায়ে গ্রহণ করা হয়।
** যোগ্যতা: সার্টিফিকেট থেকে ডক্টরেট স্তর পর্যন্ত কোর্স অফার করে।
কলেজ অব এডুকেশন
নিউজিল্যান্ডের কলেজ অব এডুকেশন প্রাক শৈশব শিক্ষা বিদ্যালয় এবং বিশেষ শিক্ষাবিদদের সাথে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন কোর্স অফার করে। নিউজিল্যান্ডের এমন ছয়টি প্রতিষ্ঠান আছে যারা স্বায়ত্তশাসিত যদিও তারা ইউনিভারসিটি অব ঐকাটো ইন হ্যামিলটন, নিউজিল্যান্ডের অনুমদিত।
** কোর্স কন্টেন্ট এবং শিক্ষাবর্ষ বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভরশীল।
পলিটেকনিকস এন্ড ইনস্টিটিউট অব টেকনোলজি
পলিটেকনিকস ঐতিহ্যগতভাবে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত থাকলেও এই ফাংশন অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষে বছর বছর প্রসারিত হয়েছে। অনেক পলিটেকনিকস প্রায়োগিক এবং প্রযুক্তিগত উভয় ক্ষেত্রে গবেষণা কর্মকান্ডে জড়িত।
** যোগ্যতা: পলিটেকনিকস কিছু নৈবেদ্য পূর্ণ ডিগ্রীসহ সার্টিফিকেট স্তরের কোর্স থেকে স্নাতকোত্তর পর্যায়ের অধ্যয়ন অফার করে।
নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ পলিটেকনিক ইনস্টিটিউট:
১. দ্যা ওপেন পলিটেকনিক অফ নিউজিল্যান্ড
২. ইউনিভার্সাল কলেজ অফ লার্নিং
৩. নর্থল্যান্ড পলিটেকনিক
৪. ওয়াইএরিকি ইনস্টিটিউট অফ টেকনোলজি
৫. মানুকু ইনস্টিটিউট অফ টেকনোলজি
৬. তাই পুটিনি পলিটেকনিক
৭. ওয়েস্টার্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি
৮. হোয়াইটেরিয়া কমিউনিটি পলিটেকনিক
৯. ওয়েলিংটন ইনস্টিটিউট অফ টেকনোলজি
১০. ইস্টার্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি
১১. নেলসন মার্লবরো ইনস্টিটিউট অফ টেকনোলজি
১২. ক্রাইস্টচার্চ পলিটেকনিক ইনস্টিটিউট অফ টেকনোলজি
১৩. ওটাগো পলিটেকনিক
১৪. সাউদার্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি
১৫. টাইরাহয়াই্টি পলিটেক
১৬. বে অফ প্লান্টি পলিটেকনিক
১৭. ওয়াইকেটো ইনস্টিটিউট অফ টেকনোলজি
প্রাইভেট টারশিয়ারি ইনস্টিটিউট
প্রাইভেট টারশিয়ারি ইনস্টিটিউট বিকল্প অধ্যয়নের অপশন প্রদান করে। এই ইনস্টিটিউটগেলোর সংখ্যা ক্রমবর্ধমান এবং হসপিটালিটি, কম্পিউটার স্টাডিজ, কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং সাচিবিক বিদ্যা ইত্যাদি বিষয়ে প্রোগ্রাম অফার করে।বর্তমানে নিউজিল্যান্ডে ৮৬০-এর অধিক প্রাইভেট ট্রেনিং প্রতিষ্ঠান (PTEs) আছে। প্রাইভেট টারশিয়ারি ইনস্টিটিউট দ্বারা দেওয়া সকল ডিগ্রী নিউজিল্যান্ড কোয়ালিফিকেশন অথোরিটি থেকে স্বীকৃতি প্রাপ্ত।
শিক্ষাবর্ষ
দক্ষিণ গোলার্ধে শিক্ষাবর্ষ শুরু হয় ফেব্রুয়ারিতে চলে নভেম্বর পর্যন্ত। আবার কিছু কোর্স শুরু হয় জুলাই মাসে ।
নিউজিল্যান্ড বিভিন্ন ডিগ্রী
ক) ন্যাশনাল সার্টিফিকেট (৬ মাস)
খ) ন্যাশনাল ডিপ্লোমা (১ বছর)
গ) ব্যাচেলার ডিগ্রী বা গ্র্যাজুয়েট ডিপ্লোমা (৩-৪ বছর)
ঘ) পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা সার্টিফিকেট বা ব্যাচেলার উইথ অনার্স (১ বছর)
ঙ) মাস্টার্স (২ বছর)
চ) ডক্টরেট (৩-৪ বছর)
(সংগৃহীত)